Skip to content

জীবন

মাঝে কিছু কমা আর সেমিকোলন ঝুলে আছে
নাড়ির অন্ধকার কেটে গেছে রক্তের ধারায়
দাঁড়ি দেওয়ার আগে হাঁটতে হবে কিছু পথ
যেখানে এমন সুগন্ধ থাকবে
মনে রাখবে কয়েকটি পৃষ্ঠা
কয়েকজন চেনা অচেনা এসে
নিয়ে যাবে অবাক কিছু মহাদেশ
কিছু হাওয়া আর জলের বৃথা মিলমিশ
আর আপনি বন্ধ হওয়া আলো
পাশাপাশি রেখে হাত ছুঁয়ে দেওয়া
কোনো এক সম্পর্কের ভারে
ঢেউ উঠতে থাকা সমুদ্রে পাল তুলি

সংসারে নৌকা বাওয়ার জন্য বাঁচতে হয় অনেক পুরুষ

© সুমন দিন্ডা

মন্তব্য করুন