Skip to content

একবার এসে স্বাধীনাতা – কবি মোহাম্মদ মকিজুর রহমান

  • by

আমি চেয়েছিলাম জীবনের জন্য
স্বাধীনতা
আমি চেয়েছিলাম ভালবাসার জন্য স্বাধীনতা
তুমি চেয়েছিলে পরাধীনতার কাটার শিকলে রাখবে বন্ধী করে
তুমি চেয়েছিলে অজস্র মৃত্যু রক্তের বন্যা আর লাশ জলন্ত অগ্নিদাহ্,
কতবার করেছি মিনতি তোমার কাছে,তুলি এলে’না বরং তোমার হিংসার কালো কপাট খুলো, হিংসার রসে মেখে দিলে কালিমা নীলের চন্দ্রিমা ফোঁটা আমার কুচকানো ভ্রুতে,
তোমাকে চেয়েছিলাম দুঃখিনি মায়ের মুখে এক চিলতে হাসির জন্য
তোমাকে চেয়ে ছিলাম একটা চাকরি করে বৃদ্ধা বাবার শ্রম কমানোর জন্য
তোমায় চেয়েছিলাম প্রিয়ার সাথে সুখের ঘর বাঁধার জন্য
তোমাকে চেয়েছিলাম বোনকে স্কুলের পড়ানের জন্য
তোমাকে চেয়ে ছিলাম আমার নিরীহ ভাই
সাধারণ ভাবে বেঁচে থাকতে পারে সে জন্য
তোমাকে চেয়েছিলাম আমার সোনামণি মন খুলে মুক্ত বাতাসে বড় হবে সে জন্য
তোমাকে চেয়েছিলাম সব মানুষের সুখের জন্য
তোমাকে চেয়েছিলাম দুর্ণিতী মুক্ত দেশ গড়ার জন্য
আর তুমি এলে ভরে গেল সাত সাগর রক্তে
লাশে ঢালাই হল সাদ
কান্নাকাটি পোড়া দন্ড গন্ধে ভরা কোলাহল
স্বাধীনতা আসলে এত কিছুর পর,তবুও তুমি ক্ষান্ত হলেনা
একের পর এক হত্য
একের পর এক ধর্ষণ
এমনকি জাতির শেষ্ট সন্তানদের তুমি কেড়ে নিলে
আর কত রঙে রাঙবে তুমি
আর মানুষের চিৎকার শুনতে হবে
স্বাধীনতা তোমার মুকুট পরেছি আমরা
কিন্তু তোমার নীতি মালা আমরা মানিনি
তাই এভাবে দাঁড়িয়ে আছি মরা বটের মত
প্রতিবাদ করিনা এখন মৃত্যুর ভয়ে
তোমার কাছে মিনতি করি বারেবারে
তুমি আর একবার এসো আমাদের দ্বারে নতুন ঊষার আলোর মত, নতুন দিনে শুধু একবার!!!
তোমার পথ চেয়ে আছি আমরা আনেকে।

মন্তব্য করুন