Skip to content

অল্প কথার গল্প

অল্প কথার গল্প
কাঞ্চন রায়

আমি কবিতা লিখেছি তুমি আবৃত্তি করে নিও,
আমার অল্প কথার গল্পটিকে কাহিনী করে দিও।

ছুটির দিনে আনমনা হয়ে পুরোনো কোনো গানের কথায়,
নিখোঁজ মনের ঠিকানা পেতে আমায় ভেবে নিও।

কোনো এক ক্ষণে হারিয়ে ফেলা, আঙ্গুলের কোলে আমার ছোঁয়া;
ভালোবাসা খুঁজো সেই পরশে,আমায় ভালোবেসে ফেলো।

যেদিন তুমি একলা ঘরে বিভোর কোনো বাঁশির সুরে,
কল্পনারই দেয়াল জুড়ে আঁকছো আঁকিবুকি—

কিংবা শ্রাবণ, অগোছালো মন
ভরাট হৃদয় সিক্ত নয়ন;
আশ্রয়হীন খোলাচুলে একলা তুমি একলা মনে,
ভিজছো বিহ্বল দৃষ্টিতে—
পথ হারানোর সময় এলে সঙ্গী আমায় নিও।

এমন যদি নাও বা হয় তোমার মনের জানালাতে,
ভাবনা আমার খেয়ালখুশির থাকুক না হয় আসকারাতে।
প্রেমটা আমি সাজিয়ে নেব
গল্প নাই বা সত্যি হলো,
স্বপ্ন দেখার দলিল আমার
তাই ভাবতে তোমায় দোষ কি বলো?

স্বত্ব সংরক্ষিত@কাঞ্চন রায়

মন্তব্য করুন