Skip to content

হেলে দুলে নীর ভরণে ও কে যায় – কাজী নজরুল ইসলাম

[A]

বেহাগ ধাম্বাজ দাদরা

হেলে দুলে নীর ভরণে ও কে যায়।
ছল করে কলসি নাচায় (কিশোরী)॥
দুলে দোদুল তনু-লতা বাহু দোলে,
দুলে অঞ্চল চঞ্চল বায়।
দুলে বেণি, দুলে চাবি আঁচলায়॥
নাচে জল-তরঙ্গে তটিনী রঙ্গে
জলদ দাদরা বাজায়।
মম পরান নূপুর হতে চায় (তার পায়)॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।