Skip to content

সখী বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া – কাজী নজরুল ইসলাম

[A]

কাজরি কাহারবা

সখী বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া।
নামিল মেঘলা মোর বাদরিয়া॥
চলো কদম তমাল তলে গাহি কাজরিয়া
চলো লো গোরী শ্যামলিয়া॥ 
বাদল-পরিরা নাচে গগন-আঙিনায়,
ঝমাঝম বৃষ্টি-নূপুর পায়
শোনো ঝমঝম বৃষ্টি নূপুর পায়
এ হিয়া মেঘ হেরিয়া ওঠে মাতিয়া॥
মেঘ-বেণিতে বেঁধে বিজলি-জরিন ফিতা,
গাহিব দুলে দুলে শাওন-গীতি কবিতা,
শুনিব বঁধূর বাঁশি বন-হরিণী চকিতা,
দয়িত-বুকে হব বাদল-রাতে দয়িতা।

পরো মেঘ-নীল শাড়ি ধানি-রঙের চুনরিয়া,
কাজলে মাজি লহো আঁখিয়া

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।