Skip to content

শাওন রাতে যদি স্মরণে আসে মোরে – কাজী নজরুল ইসলাম

[A]

শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে॥
ভুলিয়ো স্মৃতি মম, নিশীথ-স্বপন-সম
আঁচলের গাঁথা মালা ফেলিয়ো পথ পরে॥
ঝুরিবে পুবালি বায় গহন দূর বনে
রহিবে চাহি তুমি একেলা বাতায়নে।
বিরহী কুহু-কেকা গাহিবে নীপ-শাখে
যমুনা-নদীপারে শুনিবে কে যেন ডাকে।
বিজলি দীপ-শিখা খুঁজিবে তোমায় প্রিয়া
দু-হাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।