Skip to content

রেশমি রুমালে কবরী বাঁধি – কাজী নজরুল ইসলাম

[A]

রেশমি রুমালে কবরী বাঁধি
নাচিছে আরবি নটিনি বাঁদি॥
বেদুইন সুরে বাঁশি বাজে
রহিয়া রহিয়া তাঁবু-মাঝে সুদুরে
সে সুরে চাহে বোরখা তুলিয়া শাহাজাদি॥
যৌবন-সুন্দর নোটন কবুতর
নাচিছে মরু-নটী
গাল যেন গোলাপ, কেশ যেন খেজুর-কাঁদি॥
চায় হেসে হেসে চায় মদির চাওয়ায়,
দেহের দোলায় রং ঝরে যায়, ঝরঝর
ছন্দে দুলে ওঠে মরু মাঝে আঁখি॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।