Skip to content

রহি রহি কেন আজও সেই মুখ মনে পড়ে – কাজী নজরুল ইসলাম

[A]

পঞ্চমরাগ-মিশ্র কাওয়ালি

রহি রহি কেন আজও সেই মুখ মনে পড়ে।
ভুলিতে তায় চাহি যত তত স্মৃতি কেঁদে মরে॥
দিয়াছি তাহারে বিদায় ভাসায়ে নয়ননীরে,
সেই আঁখিবারি আজি মোর নয়নে ঝরে॥
হেনেছি যে অবহেলা পাষাণে বাঁধি হিয়া,
তারই ব্যথা পাষাণ-সম রহিল বুকে চাপিয়া॥
সেই বসন্ত ও বরষা আসিবে ফিরে ফিরে,
আসিবে না আর ফিরে অভিমানী মোর ঘরে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।