Skip to content

যে কালীর চরণ পায় রে কালীর চরণ পায় – কাজী নজরুল ইসলাম

[A]

যে কালীর চরণ পায় রে কালীর চরণ পায়।
সে মোক্ষ মুক্তি কিছুই নাহি চায়॥
সে চায় না স্বর্গ চায় না ভগবান,
শ্রীকালীর চরণ আত্মা তাহার দেহ-মন ও প্রাণ;
সে কালীর চরণ ছেড়ে ব্রহ্মলোকেও নাহি যায়॥
শিবের জটা গঙ্গা নিত্য চরণ ধোয়ায় যাঁর
যোগ-সাধনা আরাধনা সে জানে না ভাই
ওই চরণ তাহার সার॥
ধর্মাধর্ম ভেদ জানে না সে বলে সবাই মায়ের ছেলে,
বন্ধু বলে জড়িয়ে ধরে চাঁড়াল কাছে এলে;
সে বেদ-বেদান্ত জানে না শ্রীকালীর নাম গায়॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।