Skip to content

যমুনা-সিনানে চলে তন্বী মরাল-গামিনী – কাজী নজরুল ইসলাম

[A]

পিলু দাদরা

যমুনা-সিনানে চলে
তন্বী মরাল-গামিনী।
লুটায়ে লুটায়ে পড়ে
পায়ে বকুল কামিনী॥
মধু বায়ে অঞ্চল,
দোলে অতি চঞ্চল,
কালো কেশে আলো মেখে
খেলিছে মেঘ দামিনী॥
তাহারই পরশ চাহি
তটিনী চলেছে বাহি,
তনুর তীর্থে তারই
আসে দিবা ও যামিনী॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।