Skip to content

যবে ভোরের কুন্দ-কলি মেলিবে আঁখি – কাজী নজরুল ইসলাম

[A]

যবে ভোরের কুন্দ-কলি মেলিবে আঁখি
ঘুম ভাঙায়ে হাতে বাঁধিয়ো রাখি॥
রাতের বিরহ যবে প্রভাতে নিবিড় হবে
অকরুণ কলরবে গাহিবে পাখি।
ঘুম ভাঙায়ে হাতে বাঁধিয়ো রাখি॥
যেন অরুণ দেখিতে গিয়া তরুণ কিশোর
তোমারে প্রথম হেরি ঘুম ভাঙে মোর,
করবীর মঞ্জরী আঙিনায় রবে ঝরি
সেই ফুল পায়ে দলি এসো একাকী,
ঘুম ভাঙায়ে হাতে বাঁধিয়ো রাখি॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।