Skip to content

মোর হৃদি-ব্যথার কেউ সাথি নাহি – কাজী নজরুল ইসলাম

[A]

পাহাড়ি – দাদরা

মোর হৃদি-ব্যথার কেউ সাথি নাহি।
লয়ে আহত প্রাণ একা গান গাহি।
দিবস বরষ মাস 
বুকে চাপি হা-হুতাশ
চলি মরুপথে মেঘ-ছায়া চাহি॥
কানন রচি বৃথা, কুসুম নাহি ফোটে,
বাসি হয় গাঁথা মালা পথের ধুলায় লোটে,
কবে বহিবে নিঝর-ধারা পাষাণ বাহি॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।