Skip to content

মোরে সেই রূপে দেখা দাও হে হরি – কাজী নজরুল ইসলাম

[A]

কীর্তন মিশ্র

মোরে সেই রূপে দেখা দাও হে হরি।
তুমি ব্রজের বালারে রাইকিশোরীরে
ভুলাইলে যেই রূপ ধরি॥
হরি বাজায়ো বাঁশরি সেই সাথে,
যে বাঁশি শুনিয়া ধেনু গোঠে যেত
উজান বহিত যমুনাতে।
যে নূপুর শুনে ময়ূর নাচিত
এসো হে সেই নূপুর পরি॥
নন্দ-যশোদা-কোলে গোপাল
যে রূপে খেলিতে, ক্ষীর ননী খেতে,
এসো সেই রূপে ব্রজ-দুলাল॥
যে পীতবসনে কদমতলায় নাচিতে
এসো সে বাস পরি॥
কংসে বধিলে যে রূপে শ্যাম
কুরুক্ষেত্রে হইলে সারথি
এসো সেই রূপে এ ধরাধাম।
যে রূপে গাহিলে গীতা, নারায়ণ,
এসো সে বিরাট রূপ ধরি॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।