Skip to content

মাতৃনামের হোমের শিখা আমার বুকে কে জ্বালাল – কাজী নজরুল ইসলাম

[A]

মাতৃনামের হোমের শিখা
আমার বুকে কে জ্বালাল।
সেই শিখা আজ হরবে যেন
ত্রিজগতের আঁধার কালো॥
আজ মনে হয় দিবস যামী
অমৃতেরই পুত্র আমি
আনন্দময় হল ত্রিলোক
যেদিকে চাই কেবল আলো॥
সূর্য যেমন জানে না, তার
আলোয় কত জগৎ জাগে,
বিকারবিহীন তেমনি আমি,
জ্বলি নামের অনুরাগে।

হয়তো আমার আলোক লেগে
নতুন সৃষ্টি উঠছে জেগে,
তাই কি বিপুল আকর্ষণে
সবারে চাই বাসতে ভালো॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।