Skip to content

ভোলো লাজ ভোলো গ্লানি জননী – কাজী নজরুল ইসলাম

[A]

স্বদেশি গান

ভোলো লাজ ভোলো গ্লানি জননী
মুক্ত আলোকে জাগো।
কবে যে ঘুমালি মরণ-ঘুমে মা
আর জাগিলি না গো॥
চরণে কাঁদে মা তেমনই জলধি,
বক্ষ আঁকড়ি কাঁদে নদ নদী,
ত্রিশ কোটি সন্তান নিরবধি
কাঁদে আর ডাকে মা গো॥
শূন্য দেউল বন্ধ আরতি,
কাঁদিছে পূজারি; নাহি মা মুরতি,
পূজার কুসূম চন্দন যায়
আঁখিজলে – ভালিয়া মা গো॥
যে তিতিক্ষা যে শিক্ষা লয়ে,
অতীতে ছিলি মা রাজরানি হয়ে,
লয়ে সে মহিমা পুন নির্ভয়ে,
বিশ্ব-বুকে দাঁড়া গো॥
বিশ্বের এই খল কোলাহলে
তুই আয় কল্যাণ-দীপ জ্বেলে,
বিরোধের শেষে তুই শান্তি মা
মৃত্যু শেষে সুধা গো॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ভোলো লাজ ভোলো গ্লানি জননী – কাজী নজরুল ইসলাম

[A]

স্বদেশি গান

ভোলো লাজ ভোলো গ্লানি জননী
মুক্ত আলোকে জাগো।
কবে যে ঘুমালি মরণ-ঘুমে মা
আর জাগিলি না গো॥Read More »ভোলো লাজ ভোলো গ্লানি জননী – কাজী নজরুল ইসলাম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।