Skip to content

বাজো বাঁশরি বাজো বাঁশরি বাজো বাঁশরি – কাজী নজরুল ইসলাম

[A]

বাজো বাঁশরি বাজো বাঁশরি বাজো বাঁশরি
সেই চির-চেনা সুরে।
যে সুরে বিরহী প্রাণ আজও ঝরে॥
যে সুরে হৃদয়ে হোরির রং লাগে
ভুলে যাওয়া যৌবন-স্মৃতি মনে জাগে,
আকাশ কাঁদে যে সকরুণ রাগে
যে সুর ঘুমায়ে আছে প্রিয়ার নূপুরে॥
যে সুর শুনি আজও পল্লির প্রান্তে
মল্লিকা-কুঞ্জে শ্রান্ত দিনান্তে
বিরহ বিধুর দূর হারানো দিনের
ছায়া ফেলে যে সুর মনের মুকুরে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।