Skip to content

বন-বিহারিণী চপল হরিণী – কাজী নজরুল ইসলাম

[A]

সিন্ধু – কাওয়ালি

বন-বিহারিণী চপল হরিণী
চিনি আঁখিতে চিনি কানন-নটিনীরে।
ছুটে চলে যেন বাঁধভাঙা তটিনী রে॥
নেচে নেচে চলে ঝরনার তীরে তীরে।
ছায়াবীথিতলে কভু ধীরে চলে,
চকিতে পলায় নিজ ছায়া হেরি
গিরি শিরে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।