Skip to content

প্রিয় তব গলে দোলে যে হার কুড়িয়ে পাওয়া – কাজী নজরুল ইসলাম

[A]

ভীমপলশ্রী – কারফা

প্রিয় তব গলে দোলে যে হার কুড়িয়ে পাওয়া,
ও যে হার নহে, হৃদয় মোর হারিয়ে যাওয়া॥
তোমারই মতন যেন কাহারা সনে 
সেদিন পথে চোখোচোখি হল গোপনে,
মন চকিতে হরিল যে সেই চকিত চাওয়া॥
ছিল চৈতালি সাঁঝ, তাহে পথ নিরালা,
ছিনু একেলা আমি, চলে একেলা বালা,
বহে ঝিরি ঝিরি ধীরি ধীরি চৈতি-হাওয়া॥

চাহিল সে মুখে মোর ঘোমটা তুলে,
তার নয়নে ও ঘটে জল উঠিল দুলে, –
আমি চেয়ে দেখি মোরও আঁখি সলিল-ছাওয়া॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।