Skip to content

পাষাণের ভাঙালে ঘুম – কাজী নজরুল ইসলাম

[A]

ভীমপলশ্রী মিশ্র দাদরা

পাষাণের ভাঙালে ঘুম
কে তুমি সোনার ছোঁয়ায়।
গলিয়া সুরের তুষার
গীতি-নির্ঝর বয়ে যায়॥
উদাসী বিবাগি মন
যাচে আজ বাহুর বাঁধন,
কত জনমের কাঁদন
ও-পায়ে লুটাতে চায়॥
তোমার চরণ-ছন্দে মোর
মুঞ্জরিল গানের মুকুল,
তোমার বেণির বন্ধে গো
মরিতে চায় সুরের বকুল।
চমকে ওঠে মোর গগন
ওই হরিণ-চোখের চাওয়ায়॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।