Skip to content

পথে পথে কে বাজিয়ে চলে বাঁশি – কাজী নজরুল ইসলাম

[A]

বাউল কাহারবা

পথে পথে কে বাজিয়ে চলে বাঁশি।
হল বিশ্ব-রাধা ওই সুরে উদাসী॥
শুনে ওই রাখালের বেণু
ছুটে আসে আলোক-ধেনু,
ওই নীল গগনে রাঙা মেঘে
ওড়ে গোখুর-রেণু,
আসে শ্যাম-পিয়ারি গোপ-ঝিয়ারি
গ্রহতারার রাশি॥
সেই বাঁশির অন্বেষণে
যত মন-বধূ ধায় বনে,
তাদের প্রেম-যমুনায় বাণ ডেকে যায়
কুল খোয়ায় গোপনে।
তারা রাস-দেউলে রসের বাউল
আনন্দ-ব্রজবাসী॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।