Skip to content

নিশীথ হয়ে আসে ভোর – কাজী নজরুল ইসলাম

[A]

গজল
ভৈরবী মিশ্র কাহারবা

নিশীথ হয়ে আসে ভোর
বিদায় দেহো প্রিয় মোর।
রজনিগন্ধার বনে হেরো
গুঞ্জরিছে ভ্রমর॥
হেরো ওই তন্দ্রা-ঢুলু ঢুল
জড়ায়ে হাতে এলোচুল,
বধূ যায় সিনান-ঘাটে
পথে লুটায় বসন আকুল॥
খোলো খোলো বাহুর মালা,
মোছো মোছো প্রিয়া আঁখি।
শোনো কুঞ্জ-দ্বারে তব কুহু
মুহুমুহু ওঠে ডাকি॥
হেরো লো, শিয়রে তব
প্রদীপ হয়ে এল ম্লান,
দাঁড়াল রাঙা উষা ওই,
রঙের সাগরে করি ম্লান।
আকাশ-অলিন্দে কাঁদে
পাণ্ডুর-কপোল শশী,
শুকতারা নিবু-নিবু ওই,
মলয়া ওঠে উছসি।
কাঁদে রাতের আঁধার
মোর বুকে মুখ রাখি॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।