Skip to content

[A]

টোড়ি – একতালা

নাহি ভয় নাহি ভয় ।
মৃত্যুসাগর মন্থন শেষ,
আসে মৃত্যুঞ্জয়॥
হত্যায় আসে হত্যানাশন,
শৃঙ্খলে তার মুক্তিভাষণ,
অন্ধ কারায় তমোবিদারণ
জাগিছে জ্যোতির্ময়॥
ব্যথিত হৃদয়-শতদল তাঁর
আঁখি-জল-ঘেরা আসন বিথার।
ব্যাথা-বিহারীরে দেখিবি কে আয়,
ধ্বংসের বুকে শঙ্খ বাজায়!
নিখিলের হৃদিরক্ত-আভায়।
নবীন অভ্যুদয়॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।