Skip to content

নামাজ পড় রোজা রাখ, কলমা পড় ভাই – কাজী নজরুল ইসলাম

[A]

নামাজ পড় রোজা রাখ, কলমা পড় ভাই।
তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই॥
সম্বল যার আছে হাতে
হজের তরে যা ‘কাবা’তে,
জাকাত দিয়ে বিনিময়ে শাফায়ত যে পাই॥
ফরজ তরফ করে করলি কবজ ভবের দেনা
আল্লা ও রসুলের সাথে হল না তোর চেনা।
পরানে রাখ কোরান বেঁধে,
নবিরে ডাক কেঁদে কেঁদে
রাতদিন তুই কর মোনাজাত‘আল্লা তোমায় চাই’।

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।