Skip to content

নবীর মাঝে রবির সময় আমার মোহাম্মদ রসুল – কাজী নজরুল ইসলাম

[A]

নবীর মাঝে রবির সময়
আমার মোহাম্মদ রসুল।
খোতার হবিব নকিব
বিশ্বে নাই যার সমতুল।।

পাক আরশে পাশে খোদার
গৌরবময় আসন যাঁহার,
খোশ নসিব উম্মত আমি তাঁর
পেয়েছি অকূলে কূল।।

আনিলেন যিনি খোদার কালাম,
তাঁর কদমে হাজার সালাম;
ফকীর দরবেশ জপি সেই নাম
ঘর ছেড়ে হল বাউল।।

জানি, উম্মত আমি গুনাহগার,
হব তবু পুলসরাত পার;
আমার নবী হযরত আমার
কর মোনাজাত কবুল।।

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।