Skip to content

ধ্যান ধরি কীসে হে গুরু – কাজী নজরুল ইসলাম

[A]

ভীমপলশ্রী মধ্যমান

ধ্যান ধরি কীসে হে গুরু,
তুমি যোগ শিখাইতে এলে।
কানন-পথে শ্যাম যে প্রেম-বাণী
মধুকর-করে পাঠালে,
হে গুরু, কী যোগ আমি শিখিব তা ফেলে।
তুমি যোগ শিখাইতে এলে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।