Skip to content

তৌহিদের মুরশিদ আমার মোহাম্মদের নাম – কাজী নজরুল ইসলাম

[A]

তৌহিদের মুরশিদ আমার মোহাম্মদের নাম॥
মুরশিদ মোহাম্মদের নাম।
ওই নাম জপিলেই বুঝতে পারি খোদাই কালাম
মুরশিদ মোহাম্মদের নাম॥
ওই নামেরই রশি ধরে যাই আল্লার পথে,
ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে,
ওই নামেরই বাতি জ্বেলে দেখি লোহ আরশ-ধাম
মুরশিদ মোহাম্মদের নাম॥
ওই নামেরই দামন ধরে আছি, আমার কীসের ভয়;
ওই নামের গুণে পাব আমি খোদার পরিচয়;
ওই কদম মোবারক যে আমার বেহেশতি তাঞ্জাম
মুরশিদ মোহাম্মদের নাম॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।