Skip to content

তব চলার পথে আমার গানের ফুল ছড়িয়ে যাই গো – কাজী নজরুল ইসলাম

[A]

তব চলার পথে আমার গানের ফুল ছড়িয়ে যাই গো
ফুল ছড়িয়ে যাই।
তারা ধূলায় পড়ে কাঁদে, বলে, ‘তোমার পরশ হতে চাই গো
আলতা হতে চাই!’
ওরা রাঙা হয়ে অনুরাগের রসে
তোমার চরণ-তলে পড়ে খসে,
ওদের দলে যেয়ো না যদি হয় বক্ষে তোমার
ঠাঁই গো॥
ওরা বুক পেতে দেয় পায়ের কাছে, অশ্রু-টলমল
বলে, ‘ধূলির পথে চলো না গো, ফুলের পথে চলো!’
(তুমি) চরণ ফেলে কেন ভয়ে ভয়ে
বিরহ মোর ফুটেছে ফুল হয়ে,
কাঁটা আছে আমার বুকে, ফুলে কাঁটা নাই গো॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।