Skip to content

ঝরা ফুল দলে কে অতিথি – কাজী নজরুল ইসলাম

[A]

কাফি-মিশ্র – দাদরা

ঝরা ফুল দলে কে অতিথি
সাঁঝের বেলায় এলে কানন-বীথি॥
ও      চোখে কী মায়া
ফেলেছে ছায়া 
যৌবন-মদির দোদুল কায়া।
তোমার ছোঁয়ায় নাচন লাগে
দখিন হাওয়ায়
লাগে চাঁদের স্বপন বকুল চাঁপায়,
কোয়েলিয়া কুহরে কূ কূ গীতি॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।