Skip to content

চিরকিশোর মুরলীধর কুঞ্জবনচারী – কাজী নজরুল ইসলাম

[A]

সুরট মিশ্র ঝাঁপতাল

চিরকিশোর মুরলীধর কুঞ্জবনচারী
গোপনারী-মনোহারী বামে রাধা প্যারি॥
শোভে শঙ্খ-চক্র-গদা-পদ্ম করে,
গোষ্ঠবিহারী কভু, কভু দানবারি॥
তমালতলে কভু কভু নীপবনে
লুকোচুরি খেল হরি ব্রজবধূ সনে
মধুকৈটভারি কংস-বিনাশন,
কভু কণ্ঠে গীতা, শিখীপাখাধারী॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।