Skip to content

চাঁপা রঙের শাড়ি আমার – কাজী নজরুল ইসলাম

[A]

সারঙ-মিশ্র – কারফা

চাঁপা রঙের শাড়ি আমার
যমুনা-নীর ভরণে গেল ভিজে।
ভয়ে মরি আমি, ঘরে ননদি,
কহিব শুধাইলে কী যে॥
ছি ছি হরি একী খেল লুকোচুরি,
একলা পথে পেয়ে কর খুনসুড়ি,
রোধিতে তব কর ভাঙিল চুড়ি,
ছলকি গেল কলসি যে॥
ডাঁশা কদম্ব দিবে বলি হরি,
ডাকিল তরু-তলে কেন ছল করি,
কাঁচা বয়সি পাইয়া কিশোরী
মজাইলে, মজিলে নিজে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।