Skip to content

চলো মন আনন্দ – ধাম – কাজী নজরুল ইসলাম

[A]

ভজন
ভৈরবী কাহারবা

      চলো    মন আনন্দ – ধাম
চলো        মন আনন্দ-ধাম রে
চলো আনন্দ-ধাম॥
লীলা-বিহার প্রেম-লোক,
নাই রে সেথা দুঃখ শোক
সেথা        বিহরে চির-ব্রজ-বালক
বনশিওয়ালা শ্যাম রে
চলো আনন্দ-ধাম॥
সেথা        নাহি মৃত্যু, নাহি ভয়,
নাহি সৃষ্টি, নাহি লয়,
খেলে        চির-কিশোর চির-অভয়
সংগীত ওম্ নাম রে
চলো আনন্দ-ধাম॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।