Skip to content

কেরানি আর গোরুর কাঁধ – কাজী নজরুল ইসলাম

[A]

জংলা – কারফা

কেরানি আর গোরুর কাঁধ
এই দুই-ই সমান দাদা।
এক নাগাড়ে জোয়াল বাঁধা
টানছে খেয়ে নুন আদা॥
দুইজনে যা জাবনা পায়
দশগুণ তার নাদনা খায়,
হটর হটর টানছে গাড়ি
মানে নাকো জল কাদা॥
দুইজনাতে কথায় কথায়
পাঁচন-গুঁতো ন্যাজমলা খায়,
ছ্যাকড়াটানে বোঝাও বহে
কভু ঘোড়া কভু গাধা॥
বড়ো সায়েব আর গাড়োয়ান
দুই স্যাঙাতই এক সমান,
হতে নাহি পারে হবেও নাকো
এমন সম্বন্ধ পাতান,
গরিবের বউ বউদি সবার
বলে নে বাপ, নেই বাধা॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।