Skip to content

কত খুঁজিলাম নীল কুমুদ তোরে – কাজী নজরুল ইসলাম

[A]

কত খুঁজিলাম নীল কুমুদ তোরে।

আছে নীল জলে শূনো সরসী ভ’রে॥

 

উঠেছে আকাশে চাঁদ, ফুটেছে তারা,

আছে সব, একা মোর কুমুদ হারা।

অভিমানে সে কি গিয়াছে ঝ’রে॥

 

বিল ঝিল খুঁজি নাই সে যে হায়,

হৃদয় শুধায় চোখে, কোথায় কোথায়।

ঘুমায়ে আছে সে কি আছে লুকায়ে,

সোঁদা মাথা এলোচুল গেল শুকায়ে

নদীরে শুধাই-জল যায় যে সরে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।