Skip to content

ও দুখের বন্ধু রে, ছেড়ে কোথায় গেলি – কাজী নজরুল ইসলাম

[A]

চাষানির গান
ঝুমুর কাহারবা

ও দুখের বন্ধু রে, ছেড়ে কোথায় গেলি।
ছেড়ে কোথায় গেলি রে বন্ধু, একলা ঘরে ফেলি॥
আমায়   গঞ্জনা দেয় ঘরে পরে,
আমি    ভুলতে তবু নারি তোরে রে,
আমি লবণ দিতে পান্তা ভাতে হলুদ দিয়ে ফেলি॥
তোর লাঙল তোর কাস্তে নিয়ে,
আমি খুঁজে বেড়াই মাঠে গিয়ে,
আমার চোখের জলে মাঠ ভেসে যায়
তুই তবু কই এলি॥
তেল মেখে কী গায়ে তোরা
পিরিতি করিস মনোচোরা,
ধরিতে কী না ধরিতে
যাস রে পিছলি॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।