Skip to content

এসো মা ভারত-জননি আবার – কাজী নজরুল ইসলাম

[A]

জৌনপুরি মিশ্র – দাদরা

এসো মা ভারত-জননি আবার
জগৎ-তারিণী সাজে।
রাজরানি মা-র ভিখারিনি বেশ
দেখে প্রাণে বড়ো বাজে॥
শিশু-জগতেরে মায়ের মতন
তুমি মা প্রথম করিলে পালন,
আজ মা তোরই সন্তানগণ
কাঁদিছে দৈন্য লাজে॥
আঁধার বিশ্বে তুমি কল্যাণী
জ্বালিলে প্রথম জ্ঞান-দীপ আনি,
হইলে বিশ্ব-নন্দিতা রানি
নিখিল নর-সমাজে॥
দেখা মা সে অতীত মহিমা,
মুছে দে ভীরুতা গ্লানির কালিমা,
রাঙায়ে আবার দশদিক-সীমা
দাঁড়া মা বিশ্ব-মাঝে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।