Skip to content

এলে কী শ্যামল পিয়া কাজল মেঘে – কাজী নজরুল ইসলাম

[A]

কাজরি – কাহারবা

এলে কী শ্যামল পিয়া কাজল মেঘে
চাঁচর চিকুর ওড়ে পবন-বেগে॥
তোমার লাবণি ঝরে
পড়িছে অবনি পরে,
কদম শিহরে কর-পরশ লেগে॥
তড়িত ত্বরিত পায়ে
বিরহী-আঁখের ছায়ে তরাসে লুকায়।
ছুটিতে পথের মাঝে
ঝুমুর ঝুমুর বাজে ঘুঙুর দু-পায়।
অশনি হানার ছলে
প্রিয়ারে ধরাও গলে,
রাতের মুকুল কাঁদে কুসুমে জেগে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।