Skip to content

আজি পূর্ণশশী কেন মেঘে ঢাকা – কাজী নজরুল ইসলাম

[A]

পিলু বারোয়াঁ – ঠুংরি

আজি পূর্ণশশী কেন মেঘে ঢাকা।
মোরে স্মরিয়া রাধিকাও হল কি বাঁকা॥
কেন অভিমান-শিশিরে মাখা কমল,
কাজল-উজল-চোখে কেন এত জল,
লহো মুরলী হরি লহো শিখী-পাখা॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।