Skip to content

আজি গানে গানে ঢাকব আমার গভীর অভিমান – কাজী নজরুল ইসলাম

[A]

পিলু-খাম্বাজ – কারফা

আজি গানে গানে ঢাকব আমার
গভীর অভিমান।
কাঁটার ঘায়ে কুসুম করে
ফোটাব মোর প্রাণ॥
ভুলতে তোমার অবহেলা
গান গেয়ে মোর কাটবে বেলা,
আঘাত যত হানবে বীণায়
উঠবে তত তান॥
ছিঁড়লে যে ফুল মনের ভুলে
গাঁথব মালা সেই সে ফুলে,
আসবে যখন বন্ধু তোমার
করব তারে দান॥
আমার সুরের ঝরনা-তীরে
রচব গানের উর্বশীরে
তুমি সেই সুরেরই ঝরনা-ধারায়
উঠবে করে স্নান॥
কথায় কথায় মিলায়ে মিল
কবি রে, তোর ভরল কি দিল,
তোর শূন্য হিয়া, শূন্য নিখিল,
মিল পেল না প্রাণ॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।