Skip to content

হায় স্মরণে আসে গো অতীতকথা – কাজী নজরুল ইসলাম

[A]

মাঢ় – পাঞ্জাবি ঠেকা

হায় স্মরণে আসে গো অতীতকথা।
নয়নে জল ভরে তাই হৃদয় করে ব্যথা।
মুখ তার রহি রহি পড়ে মোর মনে॥
তার     স্মৃতি ভুলিতে চাহি যতই 
সখী     মনে পড়ে তারে ততই,
সে      কাঁদায় সখি মোরে ঘুমে জাগরণে॥
তার সাথে গেছে প্রাণ, দেহ আছে পড়ে,
বাঁচার অধিক আমি সখী গো আছি মরে॥
নাহি ফুল, আছে কাঁটার স্মৃতি,
নাহি আর সে চাঁদিনি তিথি,
নাহি আর সুখ শান্তি সখী এ জীবনে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।