Skip to content

বেণুকা ওকে বাজায় মহুয়া-বনে – কাজী নজরুল ইসলাম

বেণুকা–তেতালা

বেণুকা ওকে বাজায় মহুয়া-বনে।

কেন ঝড় তোলে তার সুর আমার মনে॥

 ​​ ​​​​ বলে,​​ আয় সখী,​​ সে দুরন্তে সখী

 ​​ ​​​​ আমারে কাঁদাবে সারা জনম ওকি?

সে কি ভুলিতে দেবেনা সারা জীবনে॥

সখী মন্দ ছিল তার তির ধনুক মধুর

বাজে এবার সুমধুর তার বেণুকার সুর

সখী কেন সে বন-বিলাসী

 ​​ ​​​​ আমার ঘরের পাশে বাজায় বাঁশি

 ​​ ​​​​ আছে আরো কত দেশ কত নারী ভুবনে॥

আরও পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।