Skip to content

বাঘের ফোন – শঙ্কর দেবনাথ

বাঘ মামাজি বললো ফোনে-
ভাগ্নে হরিণ, শোনো!
তোমার সাথে এখন থেকে
নেই কো বিবাদ কোনো।

এক ঘাটে জল খাবো, এসো
ভাগ্নে এবং মামায়,
নদীর চরে ঘুরবো, এসো
ভয় পেয়ো না আমায়!

হরিণ বলে- মামা, তোমার
বুদ্ধিটা কী খাসা!
সন্ধি করার ফন্দি এঁটেই
চাও মিটাতে আশা!

কিন্তু আমি নেই তো বনে,
সেই তো কবে থেকেই,
নাচ করছি হলিউডে
স্নো- পাউডার মেখেই।

এক ঘাটে জল খাই কেমনে?
যাই কেমনে চরে?

রাগ করে বাঘ ফোনটা রাখে,
মনটা খারাপ করে।

1 thought on “বাঘের ফোন – শঙ্কর দেবনাথ”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।