Skip to content

পিউ পিউ পিউ বোলে পাপিয়া – কাজী নজরুল ইসলাম

দেশ-মিশ্র আদ্ধা কাওয়ালি

পিউ পিউ পিউ বোলে পাপিয়া।
বুকে তারই পিয়ারে চাপিয়া।
বাতাবি নেবুর ফুলেলা কুঞ্জে
মাতাল সমীরণ প্রলাপ গুঞ্জে,
ফুলের মহলায় চাঁদিনি শিহরায়
নদীকূলে ঢেউ ওঠে ছাপিয়া॥
এমনই নেবুফুল এমনই মধুরাতে
পরাত বঁধু মোর বিনোদ-খোঁপাতে,
বাতায়নে পাখি করিত ডাকাডাকি,
মনে পড়ে তায় উঠি কাঁপিয়া॥

আরও পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।