[A]
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
এলো রে দুনিয়ায়।
আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়।।
ধূলির ধরা বেহেশ্তে আজ,
জয় করিল দিলরে লাজ;
আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়।।
দেখ্ আমিনা মায়ের কোলে
দোলে শিশু ইসলাম দোলে,
কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়।।
আজকে যত পাপী ও তাপী
সব গুনাহের পেল মাফী,
দুনিয়া হতে বে-ইনসাফী
জুলুম নিল বিদায়।।
নিখিল দরুদ পড়ে লয়ে ও-নাম–
সাল্লাল্লাহু আলায়হি ও-সাল্লাম;
জীন পরী ফেরেশ্তা সালাম
জানায় নবীর পায়।।
[A]
নজরুল লিখিত গজল আমাকে মুগ্ধ করেছে।এতে প্রশান্তি মেলে। নজরুলের জন্য মোনাজাত! আল্লাহ কবিকে সুখে রাখুন। বাংলা ভাষায় কেউ নজরুলের সমকক্ষ নয়। নজরুলের চেতনায় সবাই ছিল।বড় মনের মানুষ। তার অবদান অনেক। ভাষার শক্তিবৃদ্ধি নজরুলের হাতেই হয়েছে। এমন কবি ও সাহিত্যিক বাংলাদেশে আর জন্মিবেন না। নজরুলের শেষ সময় দুঃখের। নিঃসঙ্গ নিস্তব্ধ নীরব নজরুল অচল না হলে বাংলা ভাষার আধিপত্য বিস্তার হত।
very nice gajol