Advertisements
Home / নির্মলেন্দু গুণ / আবার যখনই দেখা হবে – নির্মলেন্দু গুণ

আবার যখনই দেখা হবে – নির্মলেন্দু গুণ

আবার যখনই দেখা হবে, আমি প্রথম সুযোগেই
বলে দেব স্ট্রেটকাটঃ ‘ভালোবাসি’।
এরকম সত্য-ভাষণে যদি কেঁপে ওঠে,
অথবা ঠোঁটের কাছে উচ্চারিত শব্দ থেমে যায়,
আমি নখাগ্রে দেখাবো প্রেম, ভালোবাসা, বক্ষ চিরে
তোমার প্রতিমা। দেয়ালে টাঙ্গানো কোন প্রথাসিদ্ধ
দেবীচিত্র নয়, রক্তের ফ্রেমে বাঁধা হৃদয়ের কাচে
দেখবে নিজের মুখে ভালোবাসা ছায়া ফেলিয়াছে।

এরকম উন্মোচনে যদি তুমি আনুরাগে মুর্ছা যেতে চাও
মূর্ছা যাবে,জাগাবো না,নিজের শরীর দিয়ে কফিন বানাবো।

‘ভালোবাসি’ বলে দেব স্ট্রেটকাট, আবার যখনই দেখা হবে।

Advertisements

About নির্মলেন্দু গুণ

জন্ম ১৯৪৫ সালে ২১ জুন বাংলা ১৩৫২ সালের ৭ আষাঢ় দিনটি বৃহস্পতিবার নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার কাশবন গ্রামে। শৈশব ও কৈশোর কেটেছে গ্রামে। বাবা সুখেন্দু প্রকাশ গুণ চৌধুরী । সুখেন্দুর ৩ কন্যা ও ২ পুত্রের ছোট পুত্র নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী। নির্মলেন্দু গুণ প্রেমের কবি, তার লেখায় স্বাভাবিক ভাবে ফুটে ওঠে প্রেম, ভালোবাসা, বিচ্ছেদের এক অনবদ্য ছবি!

মন্তব্য করুন