Skip to content

আপন খবর না যদি হয় – লালন ফকির

আপন খবর না যদি হয় ।
যার অন্ত নাই তার অন্ত কিসে পাই ।।

আত্মারূপে আছে কেবা
ভান্ডেতে করে সেবা
দেখ মন দেখ যেবা
হও সে মহাশয় ।।

কেবা চালায় কেবা চলে
কেবা জাগে ধড়ে বলে
দেখ মন বিচার স্থলে
কেবা ঘুমায় ।।

অন্য গোলমাল ছাড়
আত্মতত্ত্ব বিচার ধোড়
লালন বলে কাশীতীর্থ
ব্রতের কর্ম নয় ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।