Skip to content

আপনার আপনি ফানা হলে সকল জানা যাবে – লালন ফকির

আপনার আপনি ফানা হলে সকল জানা যাবে ।
কোনরূপে হলে ফানা সে ভেদ জানতে পাবে ।।

আরবিতে বলে আল্লা
পারসিতে কয় খোদাতালা
গড বলছে যিশুর চেলা
ভিন্ন দেশে ভিন্ন ভাবে ।।

আল্লা হরি ভজন পূজন
মানুষের সকল সৃজন
অনামক অচিনায় কখন
জ্ঞান-ইন্দ্রিয়ে না সম্ভবে ।।

মনের ভাব প্রকাশিতে
ভাষার সৃষ্টি এই জগতে
আচানক অধরকে চিনতে
ভাষা বাক্যে নাহি পাবে ।।

আপনার আপনি হলে ফানা
দেখা দেবেন সাঁই রব্বানা
সিরাজ সাঁই কয় লালন কানা
স্বরূপে রূপ দেখ সংক্ষেপে ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।