Skip to content

অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায় – লালন ফকির

অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায় ।
অমাবস্যা নাই সে চাঁদে দ্বিদ্বলে আর কিরণ উদয় ।।

যেথা রে সেই চন্দ্রের ভুবন
দিবারাত্রি নাই অন্বেষণ
কোটি চন্দ্র জিনি কিরণ
বিজলী সঞ্চারে সাদাই ।।

বিন্দু মাঝে সিন্ধুবারি
মাঝখানে তার স্বর্ণগিরি
অধরচাঁদের স্বর্গপুরী
সেহি তো তিল প্রমাণ জাগায় ।।

দরশনে দুঃখ হরে
পরশনে সোনা করে
এমনি সে চাঁদের সহিমে
লালন ডুবে ডোবে না তায় ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।