Home / লালন ফকিরের গান / অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায় – লালন ফকির

অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায় – লালন ফকির

অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায় ।
অমাবস্যা নাই সে চাঁদে দ্বিদ্বলে আর কিরণ উদয় ।।

যেথা রে সেই চন্দ্রের ভুবন
দিবারাত্রি নাই অন্বেষণ
কোটি চন্দ্র জিনি কিরণ
বিজলী সঞ্চারে সাদাই ।।

বিন্দু মাঝে সিন্ধুবারি
মাঝখানে তার স্বর্ণগিরি
অধরচাঁদের স্বর্গপুরী
সেহি তো তিল প্রমাণ জাগায় ।।

দরশনে দুঃখ হরে
পরশনে সোনা করে
এমনি সে চাঁদের সহিমে
লালন ডুবে ডোবে না তায় ।।

আরও পড়ুন

About কবিতা ককটেল

কবিতা ককটেল বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ। নবীন ও প্রবীণ সকল লেখকের লেখাই এখানে প্রকাশ করা হয়। ২০১৪ সনে আত্মপ্রকাশ করে কবিতা ককটেল সকলের প্রিয় হয়ে উঠেছে।

মন্তব্য করুন