বনের হরিণ চিনলো দয়ার
নবীর ভূষণ দেখে
জবান ফুটে বললো কথা
সদাই দৃষ্টি রেখে।
জামিন হয়ে ছাড়লো নবী
হরিণ চলে গেলো,
শেষের মত দুধ খাওয়ানোর
সুযোগ বুঝি পেলো।
হরিণ মায়ের শুনলো কথা
শাবক হরিণ সবে,
ধরলো বায়না যাবে সবাই
মায়ের সাথে তবে।
মায়ের পিছে চললো সবাই
বনের মধ্যে দিয়ে,
হাজির হবে সঠিক সময়
শাবক গুলো নিয়ে।
শিকারী যে এসেই দেখে
হরিণ গেছে চলে,
কেমন করে হরিণ গেলো
সেই কথা যে বলে।
জামিন ছিলো দয়ার নবী
বললো সবি তাকে,
আসবে হরিণ সঠিক সময়
যেথায় তবে থাকে।
চরম বেজার হয় শিকারী
আরো হতাশ হলো,
কেমন করে আসবে হরিণ
আমায় তবে বলো।
পথের পানে দেখলো চেয়ে
আসে হরিণ দলে,
হাজির হয়ে সালাম দিয়ে
অনেক কথা বলে।
হরিণ দেখেই শিকারী তো
গেলো অবাক হয়ে,
উঠলো কাঁপন শরীর জুড়ে
আচমকা সেই ভয়ে।
চিন্তে পারলো দয়ার নবীর
শিকারী যে তবে,
বাইয়াত নিলো নবীর কাছে
শান্তি ধর্মে রবে।
চমৎকার ওয়েবসাইট