Skip to content

স্রষ্টাকে দেখাই মূলমন্ত্র -আল মামুন

হয়নি দেখা অনেক কিছু,
নিত্য ছুটছি যতো পিছু পিছু,
দেখার বাকি ততো কিছু,
অদেখাই যে রবে লক্ষ কিছু।
দৃষ্টি তো দেখেই সৃষ্টি মাত্র,
যত্রতত্র যে রূপ স্রষ্টার তন্ত্র,
গাত্র গহীন পত্র দেখার-
কী এমন যন্ত্র!
স্রষ্টাকে দেখাই যে মূলমন্ত্র।

মন্তব্য করুন