Skip to content

সোহাগী প্রিয়া,এ.এস.এম সোহেল ভূঁইয়া।

সোহাগী প্রিয়া
এ.এস.এম সোহেল ভূঁইয়া।

প্রেম প্রেম মোহে কাটিব গো দোঁহে
রবো জেগে সারা রাত,
সুখো রাণী তুমি প্রাণো শাঁখে চুমি
মিলাবো দু’দুটি হাত।

এসো প্রিয়া মোর,জ্যোছনার ভোর
যেনো না হয় আর আজি,
তুমি আমি মিলে হারাবো ঐ নীলে
সুখো রসে লভো সাজি।

প্রেরণায় থেকো,সদা পাশে রেখো
বিষাদ করিব জয়,
অশেষ আরতি তুমি মহামতি
ভুলাবো প্রেমের ভয়।

কামনার মনে শিহরিত বনে
নাহি রবে কোন বাতি,
মাতিয়া সহসা,মনোরতি আশা
জ্যোছনায় তুমি সাথী,

ও মোর সজনী এসো এ রজনী
পড়াবো বকুল মালা,
মনন মাখিয়া বলিব সাধিয়া
আদরে খুলিব তালা।

মন্তব্য করুন